পিবিএ ডেস্ক : অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল সারা আলি খানের। তারপর রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্বা’। এই দু’টো ছবিতে পারফরম্যান্স দেখার পর সাইফ-অমৃতার মেয়েকে নিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে আলোচনা চলছে। যেহেতু পরিবারের প্রায় সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত, সে কারণে তুলনাও করছেন কেউ কেউ। আর সেই তুলনাকেই সোজা ব্যাট চালিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন সারা।
মা অর্থাত্ অমৃতা সিংয়ের সঙ্গে সারার বেশি তুলনা চলছে। যদিও অমৃতার ফিল্মি ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। কিন্তু তাতেই অভিনেত্রী হিসেবে মাকে ফুল মার্কস দিতে চান মেয়ে।
সম্প্রতি এক সাক্ষাত্কারে সারা বলেছেন, “মা তার অল্প বয়সে যেসব কাজ করেছে, আমার তো মনে হয় না আমি সেসব পারব। কিন্তু মায়ের কোনও ফিল্ম যদি বেছে নিতে বলেন তা হলে ‘চামেলী কি শাদি’ ছবিতে মায়ের চরিত্রটা করতে চাইব। খুবই স্ততঃস্ফূর্ত ছিল। মায়ের টাইমিংও দুর্দান্ত। আর একটা হল ‘বেতাব’। ইনোসেন্সটাই দারুণ। ‘আয়না’র চরিত্রটাও করতে চাইব।”
পিবিএ/ জিজি