রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

ঢাবির মধুর ক্যান্টিনের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ।

পিবিএ, ঢাকা : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুরে , সকালে ঢাবির মধুর ক্যান্টিনের সমানে ককটেল বিস্ফোরণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আরও তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। উদ্বার হওয়া তিনটি ককটেল নিস্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিকে বিতর্কিত ও বিএনপির ওপর দোষ চাপানোর জন্য পরিকল্পিতভাবে এসব কর্মকান্ড- চালাচ্ছে।

এ বিষয়ে মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার জাহিদুল ইসলাম বলেন, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি বিএনপি অফিসের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। আরও দুই-তিনটা ককটেল অবিস্ফোরিত অবস্থায় আছে। পরে এখানে এসে আমরা বোম ডিসপোসাল টিমকে কল করেছি। তারা এসে তিনটা ককটেল ডিসপোসাল করেছে। আমরা প্রাথমিক ধারণা করেছি যে, মোটরসাইকেলে করে কেউ এসে এখানে একটা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

আমরা এখন সিসিটিভি ফুটেজ দেখবো, দেখে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।

এর আগে সকাল ১০টার দিকে সকালে হঠাৎ করে মধুর ক্যান্টিন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর কিছুক্ষণ থেকে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। এভাবে পরপর ককটেল বিস্ফোরণ হয়েছে।

ঢাবির মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার ক্যান্টিনের পশ্চিম পাশের দরজার বাইরে ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পুরোনো গেটের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের গেটের বাইরে একটি ককটেল পড়েছিল।

পিবিএ/জেডইউ

পিবিএ/জেডআই

আরও পড়ুন...