দুবাইয়ের পুলে বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন সানি লিওন (ছবিসহ)

পিবিএ ডেস্ক: দীপাবলির ছুটি কাটাতে দুবাই গিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। সেখানে স্বামী ড্যানিয়েল ও মেয়ে নিশার সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর বেশ কয়েকটি ছবি কয়েক ঘণ্টা আগে পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তারপরই ভাইরাল হয়েছে সেই সব ছবি।

https://www.instagram.com/p/B4LEQ9mBrdv/

সেই সব ছবিতে বিকিনি পরিহিত সানির মাথায় কালো চুপি, চোখে সানগ্লাস। কখনও তিনি দাঁড়িয়ে আছেন এক কোমর পানিতে। আবার কোনও ছবিতে পানির মধ্যেই ভাসিয়ে রেখেছেন নিজের শরীরকে।

https://www.instagram.com/p/B4LEuMzBpGW/

একটি ছবি তিনি দিয়েছেন স্বামী ড্যানিয়েলের সঙ্গে। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিউটি পাই’।

https://www.instagram.com/p/B4LEkHNBXtu/

আপলোড করার কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক লাখ লাইক পড়েছে প্রত্যেকটি ছবিতে। এর মধ্যে সবথেকে বেশি লাইক পড়েছে সানি-ড্যানিয়েলের ছবিতে।

https://www.instagram.com/p/B4LE_PahzXx/

আরও পড়ুন...