পিবিএ,(পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীর তীরবর্তি সন্তোষদি চরাঞ্চলের মাটি কেটে নেয়ার দায়ে ৪টি মাটিবহনকারী ট্রলারসহ ১৩শ্রমিককে আটক করা হয়। পরে আটক শ্রমিকদের মালিক উত্তম কুমার পালকে অবৈধ ভাবে মাটি কেটে নেয়ার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার নির্বাহী মেজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: আল-ইমরানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মুরাদিয়া ইউনিয়নের লোহালিয়া নদীর তীরবর্তি সন্তোষদি এলাকা থেকে লিটন ফকির, আবুল কালামসহ ১৩জন মাটিকাটা শ্রমিককে আটক করে। আটককৃত শ্রমিকরা অবৈধ ভাবে মাটি কেটে বাউফল উপজেলার কুমারপট্টি এলাকার উত্তম কুমার পালকে সরবরাহ করছিল।
পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তি বাউফল উপজেলার সংঘদ্ধ মাটি চোর চক্র বেশ কয়েকটি ট্রলারে এসে মুরাদিয়ার সন্তোষদি এলাকায় লোহালিয়া নদীর তীরবর্তি চরে অবৈধ ভাবে মাটি কেটে নিচ্ছিল। খবর পেয়ে এসিল্যান্ডের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাটি কাটায় ব্যবহৃত ৪টি ট্রলারসহ ১৩ শ্রমিককে আটক করতে সক্ষম হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা দ্রুত ট্রলার চালিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার বেলা ১২টায় ইউএনও’র দপ্তরের নির্বাহী মেজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো: আল-ইমরান পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচারে ধৃত শ্রমিকদের নিয়োগকর্তা রোহিনী কান্ত পালের ছেলে উত্তম কুমার পাল (৪০)কে ৫০হাজার টাকা জরিমানা আদায় করে বিশেষ মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে দুমকি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান জানান, আটককৃত শ্রমিকরা ডে-লেবার। ওদের মালিককে ভ্রাম্যমান আদালতে ৫০হাজার টাকা জরিমানা আদায়ের পর শর্ত সাপেক্ষে ছেড়ে দেয়া হয়েছে।
পিবিএ/সোহাগ হোসেন/এসডি