পিবিএ,দুমকি(পটুয়াখালী): পটুয়াখালীর দুমকি লেবুখালী ফেরিঘাটে ২ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল ১২ সেপ্টেম্বর শনিবার রাত ৯.৩০ মিনিটের সময় উপজেলার লেবুখালী ইউনিভার্সিটি স্কায়ার থেকে এএসআই সঞ্চীব কুমার সরকার ডিউটিরত অবস্থায় চেকপোষ্টে তল্লাশি করে ২ কেজি গাঁজাসহ মো: জুয়েল গাজী (২০) আটক করে। মো: জুয়েল গাজী (২০), পিতা: মো: নুরুজ্জামান, গ্রাম: শিয়ালী, ইউনিয়ন বদরপুর, উপজেলা: পটুয়াখালী সদর, জেলা: পটুয়াখালী।
এএসআই সঞ্জীব কুমার সরকার বলেন, শনিবার রাত ৯.৩০ মিনিটের ভাড়াকৃত মটরসাইকেল বাড়ি যাওয়ার সময় চেকপোষ্টে তল্লাশি তার সাথে কলেজব্যাগ থেকে ২ কেজি কাজা উদ্ধার করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো: জুয়েল গাজী বলেন তিনি ঢাকা থেকে আসছে এবং সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/সোহাগ হোসেন/এসডি