দুমকিতে ৪৫তম জাতীয় শোক দিবস পালিত

পিবিএ, দুমকি (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে স্বাস্থ্য বিধি মেনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ৭টা থেকে কর্মসূচীর মধ্যে ছিল, জাতীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কোরান খতম, দোয়া মোনাজাত, এতিম খানা ও হাসপাতালে বিশেষ খাবার বিতরণ।
উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান এড. হারুন অর রশিদ হাওলাদার, ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম (জীবন), সাধারন সম্পাদক সবুজ সিকদার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম প্রমুখ। এছাড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজে জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালন করা হয়।
বাদ আসর দুমকি উপজেলার কেন্দ্রীয় মসজিদ সহ বিভন্ন মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

পিবিএ/সোহাগ হোসেন/এসডি

আরও পড়ুন...