শারদীয় দুর্গাপুজায় খাগড়াছড়িতে কোন বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না

দুর্গাপুজায় ১৮ মন্দিরে শুভেচ্ছা উপহার দিলেন খাগড়াছড়ি সদর জোন

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: “গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি,সম্প্রীতির খাগড়াছড়ি” স্লোগানে পরিচালিত ৩০ বীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগ শারদীয় দুর্গাপুজা ২০২৪ উপলক্ষে শুভেচ্ছা উপহার তুলে দিয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর জোনে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর জোন (৩০ বীর) এর অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি।

তিনি বলেন,সম্প্রীতির খাগড়াছড়ি গড়তে আমাদের প্রয়াস এতে এই আয়োজন। সার্বজনীন দুর্গাৎসবকে সুন্দর ও সফল করতে সব সময় বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে ছিলো, আছে এবং থাকবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখে সম্প্রীতি-সহবস্থান নিশ্চিতে সকলকে মিলেমিশে এক হয়ে কাজের মাধ্যমে সুন্দর খাগড়াছড়ি গড়তে আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন,দুর্গাপুজায় খাগড়াছড়িতে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। নিরাপত্তা ও শান্তির জন্য প্রশাসন কাজ করছে। চিন্তার কোন কারন নেই বলে তিনি স্পর্ট ভাবে জানিয়ে দেন। এতে ১৮টি পুজা মন্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দরাসহ জোন (৩০ বীর) এর উপ অধিনায়ক,এ্যাডজুটেন্ট এসএম এবং সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...