দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মেয়রের সংবাদ সম্মেলন

পিবিএ,পুরহাট: অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ নেতা খন্দকার হালিমুল আলম জন।

বুধবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ৩০ জুন তাঁর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ এনে মামলা করেছেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ায় আমার সম্মান হানি ঘটেছে। সাবেক ভারপ্রাপ্ত মেয়র নিজেই একজন দুর্নীতিবাজ। তাঁর বিরুদ্ধে দুর্নীতির তিনটি মামলার তদন্ত চলছে। আমার রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় সুনাম ক্ষুন্নের জন্য আমার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনেছেন। যা সত্য নয়।

সাংবাদিকদেও প্রশ্নের উত্তরে তিনি জানান গত ৩ অর্থ বছরে কালাই পৌরসভার কোন অডিট করানো হয়নি। প্রধান মন্ত্রী কি আপনার আত্মীয় ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তর দিবনা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদের, মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান শওকত হাবিবতালুকদার লজিক, উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা ভাই, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আ: কাদের প্রমূখ।

পিবিএ/এবিসি/হক

আরও পড়ুন...