সাইদুল ইসলাম ফরহাদ,কক্সবাজর : কক্সবাজারে কর্মরত সার্ভেয়ার ও সংশ্লিষ্টগণ একে অপরের যােগসাজশে প্রতারণার মাধ্যমে অসং উদ্দেশ্যে এবং ক্ষমতার অপব্যবহার করে ঘুষ দুর্নীতির মাধ্যমে সুবিধা গ্রহণের দায়ে দুই সাংবাদিক সহ মোট দশ জনের ব্যাংক হিসাব চেয়ে সংশ্লিষ্ট ব্যাংকে দুদকের নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৬ আগষ্ট) দুর্নীতি দমন কমিশন এর উপ সহকারী পরিচালক মা: শরীফ উদ্দিন সাক্ষরিত একটি নোটিশে কক্সবাজার জেলার ভুমি অধিহণের বিভিন্ন প্রকল্প হতে জমির মালিকদের নিকট থেকে ৯৩,৬০ ১৫০,০০ (তিরানকাই লক্ষ আট হাজার একশত পঞ্চাশ) টাকা ঘুষ দুর্নীতির মাধ্যমে আনুপূর্বিক ভোগ দখলে রেখে মানিল্কারিংয়ের অভিযোগে মোট দশ জনের ব্যাংক হিসাবের বিবরণ চাওয়া হয়।
যাদের হিসাব বিবরণ চাওয়া হয়েছে তারা হলঃ (০১) জনাব জাবেদ মুহাম্মদ কায়নার নােবেল, সাবেক কাউসিলর, ১০ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার। পিতা মৃত জহির আহম্মেদ, মাতাঃ মমতাজ বেগম, মোহাজের পাড়া, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার, (২) নূরুল কবীর, পিতা। জালাল আহমেদ, ধলঘাট, মহেশখালী, (৩) আহমদ হোসেন, ইনানী, (৪) মােসলেম উদ্দিন ভূঁইয়া, পিতা আব্দুল মাবুদ, হোয়ানক, মহেশখালী, (৫) তােফায়েল আহম্মদ, পিতাঃ মৃত পেঠান আলী সওদাগর, হলুদিয়া পাল, উখিয়া, (৬) জাহেদ সরােয়ার সােহেল, (৭) আরিফুর রহমান, পিতাঃ রশিদ মেথার, মাতাঃ আনু, কালায়মারছড়া, (০৮) অনান মহিবুল্লাহ, পিতা ফরিদ আহম্মেদ, ঠিকানা ইনানী, কক্সবাজার, (০৯) মুস্তাফিজুর রহমান, পিতা: আবদুল হক হলিফা, গ্রাম: হংসমিয়াজীর পাড়া, ৮ নং ওয়ার্ড, মাতারবাড়ী, (১০) আব্দুছ সান্তার, পিতাঃ নুর কাদের, মন হাজিরপাড়া, মহেশখালী।
নোটিশে আরও উল্লেখ করা হয়, আগামী ২৫/০৮/২০২০ তারিখের মধ্যে উক্ত ব্যক্তিদের রেকর্ডপত্র/কাগজপত্রের সত্যায়িত অনুলিপি উপকমিশনারের কার্যালয়ে প্রেরণের নিমিত্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের আদেশ দেওয়া হয়।
নোটিশে আরও বলা হয়, উক্ত ব্যক্তিদের নামে অথবা তাদের পরিবারের কোন সদস্য অথবা তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাবের কেওয়াইসি, ৩০/০৮/২০১৬ হতে অদ্যাবধি হিসাবে হিসাব বিবরণী এবং ১,০০ ০০০০ (এক ) টাকার উর্ষে প্রত্যেকটি লেনদেনের ডেবিট ক্রেডিট ভাউচার সহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র।
পিবিএ/এসডি