রাজন্য রুহানি,জামালপুর: জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অলিক মৃ বলেছেন, দুর্নীতি করলেই লালকার্ড। এখন আর সবুজ কার্ড, হলুদকার্ড দেখানোর সময় নেই। লালকার্ড দেখিয়ে ফ্যাসিবাদ হটিয়েছেন ছাত্র-জনতারা। দেশের সব শ্রেণিপেশার মানুষকে নিয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখবে জাতীয় নাগরিক কমিটি।
তিনি বলেন, দ্রুত নির্বাচন দেওয়ার জন্য ছাত্র-জনতারা রক্ত দেয়নি। রাষ্ট্র সংস্কার ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন করতে দেওয়া হবেনা। এছাড়া অনেকেই খায় নাই, খিদে আছে, ১৭ বছরের খিদে। দ্রুত নির্বাচন দিয়ে তারাও চাচ্ছে খাওয়ার জন্য। এদিক দিয়ে সতর্ক করে দিতে চাই, বাংলার মাটিতে আর কোন খাওয়া খাওয়ি হবে না। ফ্যাসিস্ট সরকার হঠিয়ে দেশে আর কোন ফ্যাসিস্ট সরকারকে বসতে দেওয়া হবেনা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটরিয়ামে জাতীয় নাগরিক কমিটির জামালপুর রাইজিং আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অলিক মৃ আরও বলেন, এই দেশ থেকে ২৮ লাখ ৭০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। বছরে ২ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করেছে তারা। যে ২ লাখ কোটি টাকা পাচার হয়েছে তা দিয়ে ৪-৫ টা পদ্ম সেতু করা যেতো। যারা আপনার আমার ঘামের টাকা শ্রমের টাকা বিদেশে পাচার করলো তাদের আমরা বাংলাদেশের মাটিতে কোনো রাজনীতি করতে দেবো না।
জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি আইনজীবী নিশান মাহমুদের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আবুল বাশার, ডাক্তার, জাহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রেসক্লাবে সভাপতি আইনজীবী ইউসুফ আলী, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সদস্য সচিব আবিদ সৌরভ, যুগ্ম- আহবায়ক আফরিন জান্নাত আঁখি, মুখ্য সংগঠক আব্দুল রহিম রবিন, জাতীয় নাগরিক কমিটি জেলা প্রতিনিধি সুমন শেখ, হিজবুল রহমান বকুল, সদরের আহত সদস্য রমজান সরকার, সুশীল সমাজের আইনজীবী শাহ মো. কবীর, ঢাকা যাত্রাবাড়ী মাদ্রাসার আহত শিক্ষার্থী মো. মোয়াজ, ইসলামপুরের আহত সদস্য আরমান সিদ্দিক, শহীদ মোখলেছুর রহমানের চাচা মো. ফরহাদ হোসেন, শহীদ ইকরামুল হক সাজিদের বড় ভাই সাইদুল ইসলাম আপন প্রমুখ।
এ সময় দর্শক গ্যালারিতে থাকা নানা শ্রেণিপোশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন নেতারা। তারা জাতীয় নাগরিক কমিটিতে সবাইকে যুক্ত হয়ে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের আহ্বান জানান।