পিবিএ ডেস্ক: এনটিভির সাবেক রিপোটার সোহানুর রহমান সোহানের স্ত্রী ইয়াসমীন নদী শনিবার রাতে মারা গেছেন। কিছুদিন আগে দুবৃত্তের হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন । গত বছর সোহান লিভার ক্যানসারে হঠাৎ মার যান। গতকাল মারা গেলেন তাঁর স্ত্রী। তাঁদের দুটি শিশু সন্তান রয়েছে। এখন তাঁদের কী হবে? ওরা এখন কোথায় যাবে, কী নিয়ে বাঁচবে? পৃথিবীর সব চেয়ে প্রিয়, সর্বশেষ আশ্রয়স্থল বাবা-মাকে হারালো ওরা। অল্প সময়ের ব্যবধানে বাবা ও মা’ দু‘জনই ওদের ছেড়ে বিদায় নিল।
কিছুদিন আগে সোহানের স্ত্রী নদী সন্ত্রাসী হামলায় আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নারায়নগঞ্জের বন্দর থানার মদনপুরে স্বামীর ক্রয় করা সম্পত্তির দখল নিতে গিয়ে আপন বড় ভাই মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম পারভেজ তার দলবলসহ ছোট বোন (সোহানের স্ত্রী) নদীর (৩২) ওপর হামলা চালায়। কোদাল দিয়ে নদীর মাথায় আঘাত করে। শাবল দিয়ে পিটিয়ে কোমড়ের হাড় ভেঙ্গে দেয়।
এ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলে। কিছুটা সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়িতে নেয়া হয় নদীকে। সেখানে ফের অসুস্থ হয়ে পড়ে। ৫ এপ্রিল তাকে নারায়নগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত পৌনে ৯টার দিকে ইন্তেকাল করেন নদী।