‘দুর্ভাগ্যজনক’ কারণে বাদ পড়লেন ইমরুল

পিবিএ,ঢাকা: তামিম ইকবাল বিশ্রামে থাকায় আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে অভিজ্ঞ ইমরুল কায়েসকে ফেরানোর কথা ভেবেছিলেন নির্বাচকরা। কিন্তু ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় অনুশীলনও করতে পারছেন না ইমরুল। সাদমান ইসলামের সঙ্গে তাই ওপেনিংয়ের জন্য রাখা হয়েছেন সৌম্য সরকার ও লিটন দাসকে।

আজ শুক্রবার বিকেলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। দলে জায়াগ পেয়েছেন তাসকিন আহমেদ।

ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে দেখা যেতে পারে লিটন দাস কিংবা সৌম্য সরকারকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমনটাই জানালেন। ওপেনিং নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘যেহেতু তামিম নেই আমাদের ব্যাকআপ প্লেয়ার আছে। লিটন দাশ আছে, সৌম্য সরকার আছে।’

ইমরুল কায়েস কন্ডিশনিং ক্যাম্পেও আসতে পারছেন না। নান্নু জানান ছেলের ডেঙ্গু হওয়ার কারণে ইমরুল ক্যাম্পে উপস্থিত হতে পারছেন না। তিনি বলেন, ‘ইমরুলকে নিয়েও চিন্তা করেছিলাম, কিন্তু ওর ছেলের ডেঙ্গু হয়েছে তাই ও ক্যাম্পের মধ্যেই নেই। হসপিটালে ছেলের সঙ্গে আছে। আশা করছি, তাড়াতাড়ি ছেলে সুস্থ হয়ে গেলে খেলায় ফিরে আসবে।’

ইমরুল কায়েস সর্বশেষ টেস্ট খেলেছিলেন দেশের মাটিতেই। গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি শেষবার সাদাপোশাকের জার্সিতে খেলতে নেমেছিলেন। বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলেও ছিলেন না এই বাঁহাতি ব্যাটসম্যান।

পিবিএ/ইকে

আরও পড়ুন...