অবরোধে দুর্ভোগ নগরীতে, সড়কে অসহায় সাধরণ মানুষ

পিবিএ, ঢাকা : বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো তারা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। এতে করে দুর্ভোগ পড়েছে নগরবাসী । মানুষ পায়ে হেটে দুর দুরান্তে চলাচল করেছ । ছাত্রদের দাবী গুলো পূরণ না হওয়া পর্যন্ত তারাও রাস্তা ছাড়বে না । তাহলে কি হবেন নগরবাসীর ।

বুধবার রাজধানীর শাহবাগ, ফার্মগেট, প্রগতি সরণি, রামপুরা, ধানমণ্ডি, উত্তরা ও রায়সাহেব বাজারে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে আওয়াজ তোলেন। এতে এসব এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে নগরবাসীকে পায়ে হেটে চলাচল করতে হচ্ছে। সবচেয়ে বেশি অসুবিধায় পড়েন বৃদ্ধরা, মহিলা ও শিশুরা। অসুস্থ ব্যক্তিরা ভোগান্তি আরো চরমে।

আবার অনেকে নিরাপদ সড়ক জন্য একটু কষ্ট হলেও তা মেনে নিতে রাজি আছি। তারা বলেন, গণপরিবহন চালিয়ে কী লাভ, যদি সড়কে মানুষের জীবন নিরাপদ না থাকে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া মুন্নি আকতার নামের এক তরুণী বলেন, আসলে এ দেশে আর কত প্রাণ ঝরলে সরকারের হুশ হবে। আসলে আমরা মেরুদণ্ডহীন, সরকারও তাই। যদি সরকার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা ঢেলে না সাজায়, তাহলে তাদের রাষ্ট্র পরিচালনার কোনো দরকার নেই।

বাড্ডা এলাকা পুরো রাস্তাজুড়ে চলছে রিকশা। মাঝে মধ্যে চলছে ব্যক্তিগত গাড়ি। আধ ঘণ্টা অপেক্ষার পর হঠাৎ দেখা গেলো বনানী-মতিঝিল ট্রান্সপোর্টের একটি বাস। তবে দুপুর হওয়ায় এ রুটে যাত্রীদেরও দেখা মিলেছে কম।

সকাল ১০টা থেকে রাজধানীর বসুন্ধরা এলাকায় প্রবেশমুখে অবস্থান নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসসহ (বিইউপি) বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী জড়ো হন। আবরার ছিলেন বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এর পর আন্দোলন স্থগিত করতে অনুরোধ করা হলে শিক্ষার্থীরা বলেন, আমরা ঘুম পাড়ানির মাসিপিসির গল্প শুনতে চাই না। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। মেয়রের সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

উত্তরায় হাউস বিল্ডিং এলাকায় মাইলস্টোন কলেজ ও উত্তর ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। রাস্তার দুই ধারে শতশত বাস আটকে আছে । এতে ওই এলাকায় চরম ভোগান্তি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ।

পিবিএ/এমএস

আরও পড়ুন...