দূবৃর্ত্তের গুলি ও বোমায় নিহত খাজা মইনউদ্দিন

পিবিএ,খুলনা: বাগেরহাটের রামপালের উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মইনউদ্দিন আকতার দূবৃর্ত্তের গুলি ও বোমা হামলায় নিহত হয়েছে। বৃহষ্পতিবার রাত সাড়ে সাতটার দিকে খুলনা-মংলা মহাসড়কের ভরসাপুর বাসষ্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। নিহত আকতার উজলকুড় ইউনিয়নের দুইবার নিবার্চিত চেয়ারম্যান ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উজলকুড় ইউনিয়নের সাবেক এ চেয়ারম্যান বিএনপি নেতা খাজা মইনউদ্দিন আকতার প্রতিদিনের মত রাতে ভরসাপুর বাসষ্ট্যান্ডে একটি চায়ের দোকানে বসে নেতাকর্মীদের নিয়ে চা খাচ্ছিলেন। এ সময় কয়েখটি মটর সাইকেলে এসে দূবৃর্ত্তরা পিছন দিক থেকে প্রথমে বোমা হামলা করে। পরে গুলি করে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর দূবৃর্ত্তরা দ্রুত পালিয়ে যায়। এ সময় সে (আকতার) মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন ও নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তবে কি কারনে এ হত্যাকান্ড তা পুলিশ জানাতে পারেনি। আর নেতাকর্মীরা বলছেন রাজনৈতিক কারনেই জনপ্রিয় চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা: রিপন কুমার রায় জানান, গুলি ও বোমার আঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে মেডিকেলে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতালে নিহতের বডিগার্ড শহীদ শেখ জানান, আমি তার সাথেই ছিলাম । একদল দূবৃর্ত্ত পিছন দিক থেকে এসে তাকে বোমা মেরে ও গুলি করে পালিয়ে যায়। তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

হত্যাকান্ডের খবর পেয়ে খুলনা মেডিকেল মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ নেতাকর্মীরা ভীড় করে। এ সময় তার স্বজন ও নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ ঘটনায় নেতাকর্মীদের তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পিবিএ/এসডি/এমএসএম

আরও পড়ুন...