পিবিএ,নোয়াখালী: ঝড় থাকা অবস্থাতেই ঢাকার সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা এম ভি তাসরিফ লঞ্চ-২ দূর্ঘটনার শিকার হয়েছে। এতে মাঝ নদীতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যাত্রীরা।
জানা গেছে, শনিবার রাত ১০ টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ প্রচন্ড গতিতে ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় ঢাকার সদরঘাট থেকে হাতিয়াগামী তাসরিফ লঞ্চ মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে।
লঞ্চটি যখন ঘুর্নিঝড় মোকাবেলা করছিলো ঠিক তখনি বাতাসের তোড়ে নিয়ন্ত্রন হারিয়ে বড় একটি টেংকার তাসরিফকে ধাক্কা দেয়। এতে প্রচন্ড ঢেউয়ে তাসরিফ ডুবে যাওয়ার উপক্রম হয়। এ সময় যাত্রীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। লঞ্চটির মধ্যে থাকা শত শত যাত্রী কান্নাকাটি করতে থাকেন। দূর্ঘটনায় তাসরিফ লঞ্চের রেলিং অনেকটা বেঁকে গেছে। তবে ভাগ্যক্রমে বেঁচে যান যাত্রীরা।
রবিবার ( ৭এপ্রিল) পৌনে ১২ টার দিকে জানা যায়, লঞ্চটি মেঘনা উপকূলে রয়েছে। যাত্রীরাও নিরাপদে রয়েছেন।
পিবিএ/ওয়াইই/এফএস