পিবিএ ডেস্ক: সমুদ্রে প্রায়ই অদ্ভুত রকম প্রাণির দেখা মেলে। আকারে, আয়তনে কিংবা গড়নেই হোক, প্রাণিজগতের বৈচিত্র্য সত্যিই তাজ্জব করে দেওয়ার মতো। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন একটি প্রাণীর ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে হতবাক নেটিজেনরা।
তবে এবারের ভিডিওটি সমুদ্রে নয়। চীনের একটি গ্রামের নদীতে দেখা মিলেছে অদ্ভুতদর্শন একটি মাছের। মাছটির চেহারা হুবহু যেন মানুষের মুখের মতো। ইন্টারনেটে এই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। অবিকল মানুষের মুখের মতো আকার কীভাবে হতে পারে মাছের—এ নিয়েই এখন চিন্তিত নেটিজেনরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, ১৪ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, মাছটি নদীতে সাঁতার কেটে পাড়ের দিকে আসছে। নদীর তীরে এসে যেন কিছু একটা খাওয়ার চেষ্টা করছে এই অদ্ভুতদর্শন মাছটি। মাছটিকে কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে মাছের নাক, দুই চোখ ও মুখের অংশ অনেকখানি মানুষের মতো দেখতে।
প্রতিবেদনে বলা হয়, এই ভিডিও এক নারী রেকর্ড করেছিলেন। চীনের মিয়াও গ্রামের একটি নদীতে এই বিরল দর্শন মাছটির দেখা মিলেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
এই ছোট্ট ভিডিও ক্লিপটি চীনের মাইক্রোব্লগিং সাইট বীবো ও আরও অনেকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। মাছের এই ভিডিওটি টুইটারেও শেয়ার করা হয়েছে। এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি ভিউ পেয়েছে ভিডিওটি। সঙ্গে ১৭ হাজার লাইক ও পাঁচ হাজারেরও বেশি রিটুইট করা হয়েছে ভিডিওটি।