দেখার সাথে সাথে মেরে ফেলুন এই মাছটি(ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সমুদ্রবিজ্ঞানীরা এমন একটি মাছের সন্ধান পেয়েছেন যেটি কিনা তার বিশেষ শ্বাসতন্ত্রের মাধ্যমে ডাঙায়ও বেঁচে থাকতে পারে। অনেকটা সাপের মতো দেখতে এই মাছটির নাম ‘স্নেকহেড ফিশ’। মাছটিকে ভয়ংকর আখ্যায়িত করে দেখামাত্রই মেরে ফেলার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানিরা।

১৯৯৭ সালে প্রথমবারের মতো ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোর সিলভারহুড লেকে ধরা পড়ে স্নেকহেড ফিশ। সেসময় ধারণা করা হয়েছিল মাছটি পূর্ব এশিয়ার। কিন্তু এখন এটিকে জর্জিয়ায় পেয়ে অবাক হচ্ছেন বিজ্ঞানীরা।

২০০২ সালে স্নেকহেড ফিশ ধরা এবং বিক্রি বেআইনি বলে ঘোষণা করা হয়। সম্প্রতি মেরিল্যান্ড প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিজ্ঞানীরা গবেষণায় জানতে পেরেছেন, মাছটির শ্বাসতন্ত্র এমন বিশেষভাবে তৈরি যে তারা মানুষের মতোই বাতাস থেকে শ্বাস নিতে পারে। ফলে ডাঙায় জীবন ধারণ করতেও মাছের কোনো সমস্যা হয় না। তবে আচমকা পরিবেশ বদলের ফলে কিছুটা নিস্তেজ হয়ে পড়ে।

এই মাছের খাদ্য তালিকায় রয়েছে, জলাশয়ের অন্যান্য প্রাণী, ছোট মাছ, ছোট ইঁদুর। আর এই কারণেই অন্যান্য জলজ প্রাণীর কাছে এটি বিপদের কারণ। লম্বায় তিন ফুটের কাছাকাছি মাছটি প্রায় ১৮ পাউন্ড ওজনের হয়। সেই সঙ্গে রয়েছে ধারালো দাঁত। যার সাহায্যে এরা শিকার করে থাকেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...