পিবিএ ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে নিজের নাম্বার ওয়ানের হারানো মুকুট ফিরে পেয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।ইংল্যান্ড বিশ্বকাপের আর মাত্র তিন বাকি থাকতেই এই সুখবর পেলেন তিনি।এর ফলে আরো উজ্জীবিত সাকিব। আফগান রশিদ খানকে পেছনে ফেলে আবারও ওয়ানডের অলরাউন্ডারের শীর্ষে পৌঁছে গেছেন সাকিব। এই মুকুট নিয়েই বিশ্বকাপে রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। প্রথমবারের মতো অলরাউন্ডারের শীর্ষে থেকে টানা তিনবার বিশ্বকাপের মঞ্চে খেলবেন সাকিব।
উল্লেখ্য, সদ্য আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতেছে বাংলাদেশ। এটি টাইগারদের প্রথম বহুজাতিক টুর্নামেন্ট জয়। বিশ্বকাপের আগে এমন কীর্তি গড়ায় স্বাভাবিকভাবেই মাশরাফি বাহিনীর আত্মবিশ্বাসের পালে হাওয়া লেগেছে।এরই মধ্যে সাকিবের বিশ্ব অলরাউন্ডার শিরোপ পুনরুদ্ধার শুধু তাকেই নয়, পুরো দলকেই উজ্জীবিত করে তুলবে তাতে কোন সন্দেহ নেই।
কোচ স্টিভ রোডস সাকিবের এই শীর্ষে উঠে আসাতে যারপরনাই আনন্দিত। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ খেলতে নামবে একজন বিশ্বসেরাকে নিয়ে, ব্যাপারটা কেমন যেন উত্তেজনাকর কোচ রোডসের কাছে। তিনি তো সাকিবের কাছে একটা আবদারই করে বসেছেন। যদিও তার মত ব্যক্তির ক্ষেত্রে এটা আবদার নয়, আদেশের সামিল। তিনি সাকিব আল হাসানকে বলে দিয়েছেন, ‘এখনই সময় বিশ্বকে দেখিয়ে দেয়ার যে, তুমি এক নম্বর। তুমি দেখিয়ে দাও।’
তিনি আরো বলেন, ‘একটি দুর্দান্ত বিশ্বকাপ উপহার দেয়ার জন্য পুরোপুরি প্রস্তুত সাকিব। আমি মনে করি, নিজেকে প্রমাণ করার জন্য একটা ভালো পয়েন্ট পেয়েছে সে। এবং আমার মনে হয়, সে নিজেও একই চিন্তা করছে। সে যে বিশ্বসেরা সেটা হয়তো ভুলে গিয়েছিল। তবে এখন সে এটা জানে যে, সে এখন বিশ্বসেরা। এটাই সে সত্যিকারার্থে নিজের কাছে রাখতে চায় সে। সারা বিশ্বের কাছে প্রমাণ করার সময় এসেছে যে সে কেন বিশ্বসেরা।’
পিবিএ/এএইচ