পিবিএ,খেলাধুলা: ত্রিদেশীয় সিরিজ খেলতে গত ১ মে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছে টাইগাররা। আগামী ৭ মে উইন্ডিজদের বিপক্ষে ম্যাচ দিয়ে ট্রাই নেশনের মিশন শুরু করবে টাইগাররা। এর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আগামীকাল আয়ারল্যান্ড উলভসের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ডাবলিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪.৪৫ মিনিটে।
এদিকে শুক্রবার ডাবলিনের পেমব্রক ক্রিকেট ক্লাব মাঠে অনুশীলন করেছে স্কোয়াডের সব ক্রিকেটার। দলের সঙ্গে যোগ দিয়েছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। প্রধান কোচ স্টিভ রোডসের অধীনে দীর্ঘ সময় অনুশীলন করেছে পুরো দল।
বিশ্বকাপে যাবার আগে ত্রিদেশীয় সিরিজে ভালো করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার সুযোগ টাইগারদের সামনে। এর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন ম্যাচ খেলবে দল।
উল্লেখ্য, আগামীকাল আয়ারল্যান্ড-উইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।
পিবিএ/এমএস