দেখে নিন ভাড়া হিসেবে অটো চালককে পেঁয়াজ দিচ্ছেন যাত্রীরা! (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে পেঁয়াজ। শুধু বাংলাদেশ নয় ভারতকেও সহ্য করতে হচ্ছে পেঁয়াজের ঝাঁজ। পশ্চিমবঙ্গের কলকাতাসহ অন্যান্য স্থানে প্রায় ১৫০ টাকার করে প্রতি কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ। মাঝেমধ্যেই পেঁয়াজের দাম বাড়েলেও এবার সাধারণ মানুষের মাথায় হাত।

তবে এইবারের পেঁয়াজের দাম যেন সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। শাক-সবজির এমন ক্রমবর্ধমান দামে যেন দিশেহারা আমজনতা ৷ ফলে বিকল্প পথ ভাবতে হচ্ছে সাধারণ মানুষকে। পেঁয়াজের আকালে হোটেল, রেস্তোরাঁ বা খাবারের দোকান থেকে পেঁয়াজ উধাও। স্যালাডেও নেই পেঁয়াজের কোন চিহ্ন।

এতসব সমস্যার ভেতরেও থেমে নেই পেঁয়াজ নিয়ে হস্যরস। তেমনি একটি ভিডিওতে দেখা যায় পেঁয়াজ দিয়ে অটোর ভাড়া দেয়া হচ্ছে। এমন ফানি ভিডিও মুহূর্তেই ভাইরাল ফেসবুকে।

ভিডিওটিতে দেখা যায়, ভাড়া হিসেবে অটো চালককে পেঁয়াজ দিচ্ছেন যাত্রীরা। আর অটো চালকও সেই পরিমান পেঁয়াজ নিচ্ছেন ভাড়া হিসেবে। কোনো যাত্রী ভাড়া হিসেবে বড় পেঁয়াজ দিলে অটো চালক ভাংতি হিসেবে ছোট পেঁয়াজ দিচ্ছেন। ভিডিওটি বেশ মজার ছলে সত্যি কথা বলার প্রয়াস মাত্র।

পিবিএ/এমএসএম

https://www.facebook.com/100028311651837/videos/424132611873790/?t=26

আরও পড়ুন...