পিবিএ ডেস্ক: বছরঘুরে আবারো এসে গেছে মু’সলিম জাতির জন্য অত্যন্ত পবিত্র ও রহমতের মাস রমজান। ইস’লামী বর্ষপঞ্জি অনুসারে ৯ম মাসকে পবিত্র রমজানের মাস হিসেবে পালন করে থাকে গোটা মু’সলিম বিশ্ব। ইস’লামের ৫টি স্তম্ভের মাঝে সাওম বা রোজা পালন ৩য়। মহিমান্বিত এ মাসে নাযিল হয়েছে মু’সলিম’দের ধ’র্মগ্রন্থ ‘কুরআন’।
এদিকে ১৪৪১ হিজ’রি মাসের অর্থাৎ ইংরেজি ২০২০ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
শনিবার প্রকাশিত ওই সময়সূচি অনুযায়ী, ২৫ এপ্রিল (সম্ভাব্য) থেকে শুরু হবে রোজা। তবে প্রথম রোজার তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
২০২০ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি নিচে তুলে ধ’রা হলো-