দেশকে অকার্যকর করতেই বোরহানউদ্দিনের ঘটনা: স্বরাষ্ট্রমন্ত্রী

পিবিএ,ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় ফেসবুক হ্যাকিংয়ে যে ঘটনা সেটা নিয়ে পুলিশ হেডকোয়ার্টার কাজ করছে। এটা নিয়ে পরীক্ষা-নিরিক্ষা চলছে। পরীক্ষার আগে আমরা কিছু বলতে পারব না। দেশকে অকার্যকর করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৭ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, ‘হ্যাকার যেই হোক না কেনো আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবোই, ইতোমধ্যেই আমরা কয়েকজনকে আটক করেছি।’

তিনি আরও বলেন ‘খুব শীঘ্রই কে ঘটনাটি ঘটিয়েছে, কে নেতৃত্ব দিয়েছে, কার কী উদ্দেশ্য ছিল সবই একে একে আপনাদের সামনে হাজির করব। আমার কাছে মনে হচ্ছে, যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্ভবনার এই দেশ এগিয়ে যাচ্ছে তাকে পথ হারানো জন্য আবারও অকার্যকর বাংলাদেশ তৈরি করার জন্য এই ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছিল। এদেশের জনগণ এগুলো পছন্দ করে না, সমর্থনও করে না। তাই কেউ শান্তি নষ্ট করতে পারবে না। কারণ জঙ্গিবাদ, সন্ত্রাস এই দেশের মানুষ চাই না।’

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যৌক্তিক দাবির কথা প্রধানমন্ত্রী সব সময় চিন্তা করেন। তিনি সব সময় মুক্তিযোদ্ধারে সম্মান করেন, তাদের এগিয়ে নিতে কাজ করেন। মুক্তিযোদ্ধাদের ভাতা তারই আমলে প্রবর্তিত হয়েছে। সেখান থেকে আজ বারো হাজার টাকা থেকে ক্রমেই বেড়ে যাচ্ছে। কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন মুক্তিযোদ্ধাদের জন্যই এই দেশ স্বাধীন হয়েছিল। এই কারণে আমরা বাংলাদেশে পরিণত হয়েছি। এই জন্য মুক্তিযোদ্ধাদের কোন দাবি তিনি মুখ থেকে নো বলেন না।’

মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা যারা মুক্তিযোদ্ধার সন্তানরা আছো তাদের মনে রাখতে হবে- তোমাদের ধমনীতে মুক্তিযুদ্ধের রক্ত প্রবাহিত হচ্ছে। এটা মনে রাখলেই হবে, আর কিছু মনে না রাখলেও হবে। এখনও আমরা যারা বেঁচে আছি সবাই একদিন বিদায় নিবো। তোমরা মুক্তিযুদ্ধের কথা বলবে, দেশের কথা বলবে, দেশের বীরত্বের কথা বলবে সেটা চিন্তা আমরা করি।’

সম্প্রতি শুদ্ধি অভিযান প্রসংঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সম্ভবনার একটি দেশ থেকে উন্নয়নশীল দেশের জন্য উন্নয়নশীল নিরাপত্তার দরকার বলে মনে করেন। তিনি এজন্যই আজকে যে শুদ্ধি অভিযানে কথা বলেন কিংবা দুর্নীতিবাজদের চিহ্নিত করেছেন তার কারণ সুশাসন প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। যেভাবে তিনি (প্রধানমন্ত্রী) এগিয়ে যাচ্ছেন এতে যদি সুশাসন প্রতিষ্ঠিত না হয় তাহলে হয়ত আমরা আবারও পথ হারাবো। টেকনাফ থেকে তেঁতুলিয়ার সকল স্তরের মানুষ তার জন্য দোয়া করছেন, শেখ হাসিনায় পারবেন দেশকে বদলে দিতে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘যখন মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি দেশের শাসন ভার গ্রহণ করে তখন দেশ দ্রুত গতিতে এগিয়ে যায়। কারণ আমারে নেতাদের দেশপ্রেম রয়েছে, সঙ্গে দুরদর্শিতা রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী অসম্ভবকে সম্ভব করছেন। তাই তিনি প্রতিটি জায়গায় সফল থেকে সফল হচ্ছেন। তার নেতৃত্ব শুধু বাংলাদেশে না সারা বিশ্ব তার নেতৃত্বের প্রশংসা করছে।’

পিবিএ/বাখ

আরও পড়ুন...