দেশি শিল্পীদের ওপর প্রচারের ফোকাস রাখতে অনুরোধ জানালেন বিশ্বজিৎ

পিবিএ ঢাকা : যাত্রা শুরু করলো নতুন বার্তাসংস্থা ফটো বাংলা এজেন্সি-পিবিএ। এ উপলক্ষ্যে সংস্থাটির উত্তরাস্থ কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে পথচলার শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক, ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এবং লায়ন সেলিমা আজিজ। অন্যান্য গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে এই তিন অতিথি সকাল ১০.৩০ মিনিটে উদ্বোধনী ফিতা ও কেক কাটেন।

পিবিএ’র কাছে নিজের প্রত্যাশা সম্পর্কে সঙ্গীতের নক্ষত্র কুমার বিশ্বজিৎ বলেন, ‘সাংবাদিকদের সমাজের দর্পণ বলেই মনে করি। ন্যায়-অন্যায়বোধ যেন ফুরিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিনোদনের খবরের ক্ষেত্রে আমি একজন কণ্ঠশিল্পী হিসেবে দাবি জানাবো যে, সঙ্গীতের নিউজ যেন গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। প্রথিতযশা শিল্পীদের পাশাপাশি মেধাবী তরুণ শিল্পীদের খবরও প্রকাশ করতে হবে। আর সর্বাগ্রে অবশ্যই আমাদের দেশি শিল্পীদের ওপর প্রচারের ফোকাস রাখবেন। আমি আপনাদের প্রতিবেশী। যদি কখনো আমার কোন সহায়তা লাগে তবে আমি সেটা অবশ্যই করবো।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...