দেশীয় অস্ত্রসহ কালিহাতীতে মাদক ব্যবসায়ী আটক

মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। বাছেদ উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

সোমবার (১৪ এপ্রিল) রাত ১২টার দিকে এলেঙ্গা পৌরসভার হাকিমপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটকের বিষয়ে কালিহাতীর সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, রবিবার রাতে লেফটেন্যান্ট ইশতিয়াকের নেতৃত্বে এলেঙ্গা পৌরসভা হাকিমপুর বাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র দা, চাপাতি, বাটাল, কেচি ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আটক মাদক ব্যবসায়ী বাছেদকে রাতেই কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকের বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, যৌথ বাহিনীর অভিযানে বাছেদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত বাছেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন...