রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো:- মো. রাকিব হোসেন আরিফ (১৯), মো. রাহাত (১৯), মো. আরিয়ান আহমেদ (২০) ও মো. তানভীর (১৯)। গ্রেফতারের সময়ে তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো স্টিলের কাঁচি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে রাজধানীর ওয়ারীর টিকাটুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে ওয়ারী থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় ডিবি ওয়ারী বিভাগের টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে টিকাটুলি এলাকার সায়েদাবাদগামী রাস্তার উপর অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম ছিনতাইকারীদের গ্রেফতারে সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ছিনতাইকারী চক্রের রাকিব, রাহাত, আরিয়ান ও তানভীরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশী করে রাকিবের কাছ থেকে একটি ধারালো স্টিলের কাঁচি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু করা হয়েছে।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে পথচারীদের গতিরোধ করে ধারালো কাঁচির ভয় দেখিয়ে তাদের নিকট থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল ছিনতাই করতো।
ঘটনার সময় তারা ছিনতাই করার জন্য উক্ত স্থানে অবস্থান করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।