দেশীয় অস্ত্রসহ পেশাদার দুই মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর উত্তরখান এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই চিহ্নিত পেশাদার মাদক কারবারি ও ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- সুমন আহম্মেদ সুমন (৩৫) ও মো. নাজিম (৩২)। এসময় তাদের হেফাজত হতে একটি রামদা, একটি প্লাস, একটি ছোরা, একটি টর্চ লাইট, একটি ১০ ফিট লম্বা নাইলনের রশি, দুটি বাঁশের লাঠি ও তিন জোড়া স্যান্ডেল জুতা উদ্ধার করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৩ টায় উত্তরখান থানার রাজাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

উত্তরখান থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে থানার টহল টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তরখান থানার রাজাবাড়ির বহরেরটেক বাগানের পূর্ব পাশের ফাঁকা জায়গায় কতিপয় দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশে সমবেত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে থানার টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুমন ও নাজিমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরখান থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সুমন ও নাজিম এবং তাদের পলাতক সহযোগিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী। তারা উত্তরখান থানার উক্ত এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে উত্তরখান থানায় পাঁচটি ও নাজিমের বিরুদ্ধে সাতটি চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন...