পিবিএ,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সোয়া ১১টার দিকে আরও ৬৪ জেলায় ১১ হাজার ৬০৪টি সহনীয় ঘরের উদ্বোধন করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৫০০ বর্গফুটের প্রতিটি ঘরে থাকবে দুটি কক্ষ, একটি করিডোর, একটি বাথরুম ও একটি রান্নাঘর। দুর্যোগ সহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরেই থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে দুই লাখ ৫৮ হাজার টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের একজন মানুষও গৃহহারা থাকবে না।’ তিনি বলেন, ‘আমাদের সরকার দুর্যোগ প্রশমনে কাজ করে যাচ্ছে। দিন দিন দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতা বেড়েছে। আমরা মানুষকে সচেতন করতে পেরেছি।’
পিবিএ/বাখ