দেশের চারিদিকে নৈরাজ্য, ভয়-আতঙ্ক বিরাজ করছে: রিজভী

পিবিএ,ঢাকা: লুটেরাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেউ পালিয়ে যেতে পারবে না। যারা লুট করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) নয়াপল্টনে জাতীয়তাবাদী ওলামা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ক্যাসিনো জুয়ারিদের ঘটনা লিখতে গেলে তাদের দুর্নীতির মহাকাব্য লেখা যাবে উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, দেশে অনাচার চলছে। এখন চারিদিকে নৈরাজ্য, ভয়-আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্কের মধ্যে শেখ হাসিনা ক্ষমতার রাজদণ্ড ধরে রেখেছেন। তিনি মনে করছেন, এই ভয়ের মধ্যে রাখলে মানুষ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। কেউ টু শব্দ করবে না। কিন্তু সেই দিন বোধ হয় শেষ হয়ে আসছে। কিছু দিন হয়তো ভয় পাইয়ে রাখা যায়। কিন্তু গোটা দেশকে যারা লুট করেছে, শিশুর খাদ্য আত্মসাত করেছে, বন্যার্তদের খাদ্য আত্মসাত করেছে, তাদের এই দেশের মাটিতেই বিচার হবে। তারা পালিয়ে যেতে পারবে না।

জাতীয়তাবাদী ওলামা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের সাফল্য কামনা করে রিজভী বলেন, আগামী দিনে সমাজের অন্যায় বেইনসাফির বিরুদ্ধে ওলামা দল সোচ্চার হবে। তাদের মধ্যে ইসলামের যে আলো তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবে।

ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে এই দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ওলামা দলের যুগ্ম-আহ্বায়ক মাও. কাজী আবুল হোসেন, সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...