পিবিএ ডেস্কঃ অবশেষে প্রতিক্ষার অবসান । বহু প্রতীক্ষিত স্যামসং গ্যালাক্সি নোট ১০+ অবশেষে এল বাংলাদেশে। এবছর , স্যামসং তাদের নোট সিরিজের নতুন ফোন নোট ১০+ এর ঘোষণা করলেও নতুন সিরিজের ফোনে বেশ কিছু টেকনিক জাত সমস্যার সমাধান করার পর অবশেষে বাংলাদেশে পদার্পণ করে নোট সিরিজের নয়া সাথী।
এই ফোনের বিশেষ কিছু বৈশিষ্ট্যঃ ৬.৮ ইঞ্চি সুপার আমলেদ ডিসপ্লে
অ্যানড্রয়েড ৯.০
১২জিবি র্যাম
২৫৬ জিবি এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ
ত্রিপ্ল রেয়ার ক্যামেরা – ১৬এমপি আলট্রা ওয়াইড ক্যামেরা -১২ এমপি টেলিফটো ক্যামেরা+ ১২ এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা + ভিসন ক্যামেরা
১০ এমপি ফ্রন্ট ক্যামেরা
৪.৩০০ মেগা হার্জ ব্যাটারি সাথে ওয়্যারলেস চার্জ
রঙ- অরা গ্লে , অরা ব্ল্যাক, অরা হোয়াইট
এই নয়া সিরিজের সঙ্গে স্যামসং-এর নোট সিরিজের সব থেকে বড় ডিসপ্লে পাবেন গ্রাহকরা। নোট ৯ এর থেকেও প্রায় ৪ ইঞ্চি বড় হবে যা। সাধারণত ক্রেতারা বেশি বড় স্ক্রিন এর ফোন পছন্দ করেন এবং সেদিক থেকে এই ফোন ক্রেতাদের কাছে বেশ লোভনীয় হয়ে উঠবে তা বলাই বাহুল্য।
সেদিক থেকে এই ফোন কিন্তু বেশ সুবিধার কেননা স্ক্রিন বড় হওয়া সত্ত্বেও ফোনটি ভারিতো নয়ই, বরং ফোনটি বেশ সুবিধারওও গ্রাহকদের কাছে। স্যামসং কোম্পানির আধুনিকীকরণের ফলে সাধারন মানুষের কাছে বেশ আশাব্যঞ্জক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। আপাতত বাংলাদেশে তিনটি রঙে ফোনগুলো লঞ্চ করা হচ্ছে। এর ফলে গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে আরও কেননা, এই তিনটি রঙ থাকার ফলে ফোন গুলিতে এক আলাদা চমক থাকবে যা গ্রাহকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।
এই ফোনের স্টোরেজ ৫১২ জিবি। ফলে আলাদা করে মেমরি কার্ড লাগানোর দরকার পরবে না। ৫১২ জিবি স্টোরেজ সম্পন্ন ফোনের দাম ১,৩৪,৫০০ টাকা । যেহেতু আলাদা করে কোন মেমরি কার্ড লাগানোর দরকার পরছে না, এর ফলে অনেকগুলি টাকাও বেচে যাচ্ছে গ্রাহকদের।
পিবিএ/এমআর