ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: দেশের মিডিয়া অনেক শক্তিশালী একটি মাধ্যম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ বছর ধরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়না। এজন্য যদি আমি দায়ী হয়ে থাকি- তাহলে আপনাদের (সাংবাদিকদের) কাছে আমি দুঃখিত এবং ক্ষমা চাই। মিডিয়াকে দুরে রেখে কোন কাজ সম্পন্ন করা যাবে না বলে গনমাধ্যমকে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খোরশেদ আলম।
আজ রবিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খোরশেদ আলম বলেন, সাংবাদিকরা সরকারের স্বাস্থ্যসেবার উন্নয়ন তুলে না ধরলে জনগণ জানবে না। স্বাস্থ্য কর্তৃপক্ষ চিকিৎসা বিষয়ে উন্ন্নতি যতই করুক না কেন, তা জনগণ বিশ্বাস করবে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অনুরোধ করছেন, আপনি মিডিয়ার সঙ্গে থাকেন এবং তাদের কাজ করতে সহযোগিতা করেন। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন ডিজি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা রোগের চিকিৎসায় ভাল কাজ করছে। ঢাকার অনেক হাসপাতালের চেয়ে এখানকার ব্যবস্থাপনা ভাল। করোনার টিকার নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী দেবেন। তবে টিকা আবিস্কার হলে বাংলাদেশ যাতে সাথে সাথে পেতে পারে সে হোমওয়ার্ক করা হচ্ছে। টিকা আবিস্কার হলে সবায় পাবে।
২০১৪ সালের ২১ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর স্বজনকে একদল ইন্টার্ন পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সাংবাদিকরা ওই স্বজনের ছবি তুলতে গেলে ইন্টার্নরা দলবেঁধে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ সাংবাদিক আহত হন। এরপর থেকে কয়েকবার নোটিশ ঝুলিয়ে রাজশাহী মেডিকেলে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ফরিদ হোসেন মিয়া, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য, রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান, সহকারী পরিচালক সাইফুল ইসলাম ফেরদৌস মোঃ আতার্তুক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। চিকিৎসাসহ সার্বিক বিষয়ে অনুসন্ধান মূলক খোজ খবর নেন। স্থানীয়দের সঠিকভাবে চিকিৎসা দেয়ার জন্য কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শ দেন ডিজি। এসময় টিএইসও আশিকুর রহমান, ডাক্তার আতিকুর রহমানসহ বিভিন্ন চিকিৎসক উপস্থিত ছিলেন।
পিবিএ/এসডি