দেশে এখন আইনের শাসন আছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশে এখন আইনের শাসন আছে। নৈরাজ্য নেই। কেউ বলতে পারবে না হত্যার বিচার হয় না।

শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে। বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। এটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী।

এর আগে, আইনমন্ত্রী চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর ট্রেন দিয়ে আখাউড়ায় আসেন। রেলওয়ে স্টেশনে শত শত দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানায়। পরে সেখান থেকে সড়ক পথে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মী সমাবেশে যোগ দেন।

আরও পড়ুন...