দেশে এখন প্রতিহিংসার ছোবলে সরকারবিরোধীদের ক্ষত-বিক্ষত করছে : ফখরুল

আজ মির্জা ফখরুলের ৭৪তম জন্মদিন

পিবিএ,ঢাকা: জয়পুরহাট জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক গফুর মন্ডলকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘দেশে এখন সরকারি প্রতিহিংসার প্রবল প্রতাপ চলছে। আর এ প্রতিহিংসার ছোবলে সরকারবিরোধী রাজনৈতিক দল, ভিন্নমত বিশ্বাসী মানুষদের ক্ষত-বিক্ষত করছে। জয়পুরহাট জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক গফুর মন্ডলকে গ্রেফতারের মধ্য দিয়ে গতকাল সেটির আরও একটি বহিঃপ্রকাশ ঘটল। আওয়ামী সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে।’

রোববার (১ মার্চ) দলটির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে রাষ্ট্রের সকল অঙ্গকে করায়ত্ত করে সরকার নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বী মনে করছে। একটি রাষ্ট্রে জনগণকে উপেক্ষা করে নিজেদের খেয়াল খুশি মতো রাষ্ট্র পরিচালনা করলে তার পরিণতি যে শুভ হয় না, সে কথাটি সরকার ভুলে গেছে। অনাচারের ওপর নির্ভর করেই সরকার টিকে থাকতে চাচ্ছে, কিন্তু তাতে শেষ রক্ষা হবে না। মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। সরকারের সকল অপকর্মের জবাব দিতেই জনগণ পথে-পথে ব্যারিকেড তৈরি করবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপিকে ভয় দেখানোর অপকৌশল হিসেবেই দলের নেতাকর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় গতকাল জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক গফুর মন্ডলকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রতিটি গ্রেফতারেই বিএনপির নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি উদ্দীপ্ত ও অঙ্গীকারাবদ্ধ হবে। আমি অবিলম্বে জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’

পিবিএ/এমআর

আরও পড়ুন...