পিবিএ,ঢাকা: বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্তে নির্বাচকরা সৌম্যকে নিয়ে চিন্তিত ছিলেন। তাকে দলে নিতে সিদ্ধান্ত নিতে পারছিলেন না তারা। কিন্তু সেই সৌম্যই শুধু রানেই ফিরলেন না, বাংলাদেশের ইতিহাসে ৫০ ওভারের ক্রিকেটে, এই প্রথম কোনো ডাবল সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন সৌম্য।
১৪৯ বলে ১৪টি বাউন্ডারি এবং ১৫টি ছক্কা মেরে ঐতিহাসিক এই মাইলফলকে পৌঁছান বাংলাদেশের এই ড্যাশিং ব্যাটসম্যান।
পুরো লিগে সৌম্যের কোন রান নেই। রূপগঞ্জের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত প্রথম পর্ব আর সুপার লিগ মিলে ১১ ম্যাচে মোটে ১৯৭ রান তুলেছিলেন তিনি।
রীতিমতো রান খরায় ভোগার পর শতরানের দেখা পান সৌম্য। অনেক দিন পর সেই শতরানের পর চোখে-মুখে ছিল স্বস্তির পরশ। তবে দিন শেষে কণ্ঠে খানিক অতৃপ্তি-অনুশোচনা, ‘অনেক দিন পর রানে ফিরে এবং সেঞ্চুরি করে ভালো লাগছে। তবে শতরানের পর ইনিংসটি বড় হয়নি, শেষ করে আসতে পারিনি- তাই কিছুটা আফসোস থেকেই গেছে। এ রকম অবস্থায় আসলে ইনিংসটাকে বড় করা উচিত।’
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে প্রিমিয়ার সুপার লিগের শেষ ও অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ছক্কা বৃষ্টিতে বাংলাদেশের লিস্ট ‘এ’ রেকর্ড গড়ার পাশাপাশি আরও এক অনন্য কীর্তি গড়লেন সৌম্য সরকার।
পিবিএ/এফএস