পিবিএ,ঢাকা: রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ইতালিফেরত ১৪২ প্রবাসী বাংলাদেশিকে। শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টায় কঠোর নিরাপত্তায় বিআরটিসির বাসে তাদের আশকোনার অস্থায়ী হজ ক্যাম্পে নেয়া হয়। তবে দুপুরে হঠাৎ করে সিদ্ধান্ত আসে তাদের হজ ক্যাম্পের অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে রাখার নির্দেশ দেয়া হয়েছে। এরপর প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করলেও প্রিয়জন দেশে ফিরেছে তাই স্বস্তি প্রকাশ করেছে তাদের স্বজনরা।
মাদারীপুর থেকে পরিবারের পাঁচজনকে নিতে আসা আব্দুল করিম তালুকদার বলেন, আমার শ্যালিকা-ভায়রাসহ পাঁচজন ইতালি থেকে এসেছে। তারা ১৩ বছর ধরে ইতালি ছিল। সেখানে তারা একটি সুপারশপে কাজ করতো। করোনার প্রকোপে সব বন্ধ হয়ে গেছে। এক মাস ধরে তাদের কোনো কাজ নেই। তাই দুর্বিষহ জীবন ছেড়ে দেশে ফিরেছে।
তিনি বলেন, তাদের সঙ্গে দেড় বছর ও পাঁচ বছর বয়সের দুটি মেয়ে রয়েছে। তাদের দেখতে পেরে আমরা খুবই খুশি। শুনলাম তাদের ১৪ দিন বাধ্যতামূলকভাবে এখানে থাকতে হবে। যাক স্বস্তি এটাই যে তারা দেশে ফিরেছে।
সিরাজদিখান থেকে ছোট ভাইকে নিতে আসা আজাদ বলেন, বিমানবন্দর থেকে এ পর্যন্ত একবার শুধু ভাইকে দেখেছি। ভেতর থেকে ফোন দিয়ে বললো হাতমুখ ধুয়েছে। কী যেন একটা টেস্ট হয়েছে। আমরা বাড়ি চলে যাব। তারা যে সুন্দরভাবে দেশে ফিরেছে এতেই আমাদের স্বস্তি।
এদিকে শনিবার সকালেই এমিরেটস এয়ারলাইন্সের বিমানে দেশে ফেরার পর থার্মাল স্ক্যানারে ইতালিফেরত যাত্রীদের স্ক্রিনিং করা হয়। এরপর বিমানবন্দর থেকে তাদের সরাসরি আশকোনায় নেয়া হয়। তাদের কাউকে পরিবার-স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ না দেয়ায় দুপুর থেকে আশকোনার হজ ক্যাম্পের গেটের বাইরে শতাধিক স্বজনকে অপেক্ষা করতে দেখা গেছে। স্বজনরা নিজ নিজ যাত্রীদের জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসছেন। যাত্রীরা গেটের সামনে এসে খাবার নিয়ে যাচ্ছেন।
হজ ক্যাম্পের মূল গেটের ভেতরে সাংবাদিক কিংবা স্বজন কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। তবে যাত্রীদের মাস্ক পরে মূল ভবনের বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে। সকাল থেকে যাত্রীদের হজ ক্যাম্পে নেয়া হলেও তাদের এখানে রাখা হবে নাকি হোম কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হবে এনিয়ে চূড়ান্ত কোনো নির্দেশনা ছিল না। তবে দুপুরে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রীর নির্দেশনার পর হজ ক্যাম্পের অস্থায়ী কোয়ারেন্টাইনের বাইরের গেটে এসে বিক্ষোভ শুরু করেন প্রবাসীরা। হজ ক্যাম্পের প্রধান গেটে বিক্ষোভ ও গেটে ধাক্কাধাক্কি করেন। হজ ক্যাম্পে থাকার পরিবেশ নেই উল্লেখ করে প্রশাসনের অবহেলার বিরুদ্ধে স্লোগান দেন।
প্রবাসীরা বলেন, আমরা ইতালিতে একবার টেস্ট করে এসেছি। হযরত শাহজালাল বিমানবন্দরে আমাদের মধ্যে কোনো উপসর্গ ছিল না বলে ছেড়ে দেয়া হয়েছে। এরপরও কেন আমাদের কোয়ারেন্টাইনে রাখা হলো বুঝতে পারছি না। এছাড়া ক্যাম্পের ভেতরের পরিস্থিতি থাকার মতো নয়। তবে বিক্ষোভের এক পর্যায়ে তাদের শান্ত করে ক্যাম্পের ভেতরে ফিরিয়ে নিয়ে যায় পুলিশ।
পিবিএ/বিএইচ