‘দেশ ও মানুষের কল্যাণে নৌকায় ভোট দেওয়া দায়িত্ব’

মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী বলেছেন, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে নৌকায় ভোট দেওয়া আমাদের দায়িত্ব। বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা সরকারের সাফল্য ও উন্নয়ন অগ্রযাত্রা সাধারন মানুষের দুয়ারে পৌছে দেওয়ার লক্ষ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন।

মঙ্গবার (১৪ নভেম্বর) বিকেলে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কালিহাতী পৌর আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এদেশের মানুষ আগুন সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না।

হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশের চিত্র। কালিহাতীতেও অভাবনীয় উন্নয়ন হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমএ মালেক ভূঁইয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা,জেলা পরিষদের সদস্য আয়নাল হক,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী-পুরুষ উপস্থিত হন মতবিনিময় সভায়। অনুষ্ঠান শেষে সোহেল হাজারী সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং নৌকার জন্য ভোট চান।

আরও পড়ুন...