দেশ ছাড়ার আগে যা বললেন মোস্তাফিজ

পিবিএ,খেলাধুলা : শুরুর মোস্তাফিজ আর বর্তমান মোস্তাফিজের মধ্যে ফারাক বিস্তর। ক্যারিযারের সূচনালগ্নে বোলিং স্পেল মানেই নিশ্চিত উইকেট। মাঝে নিজেকে হারিয়ে ফেলেন তিনি। হারিয়ে যাওয়ার পর ফের ছন্দে ফিরেছেন। কিন্তু পুরোপুরি নন। তবে বিশ্বকাপে নিজের পরিপূর্ণ ছন্দের স্ফুরণ ঘটাতে চান কাটার মাস্টার। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বাঁ পায়ের গোড়ালিতে চোট পান মোস্তাফিজ। ফলে তাকে দুই সপ্তাহ বিশ্রাম দেন বিসিবি চিকিৎসক। সেই চোট থেকে সেরে উঠেছেন তিনি। অপেক্ষার প্রহর গুনছেন বিশ্বমঞ্চে পারফরম করার। এর আগে আয়ারল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেকে ঝালাই করে নেবেন তিনি।

দেশ ছাড়ার আগে সাংবাদিকদের মোস্তাফিজ বলেন, ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট বিশ্বকাপ। এখানে খেলতে সবাই মুখিয়ে থাকে। সবার লক্ষ্য থাকে ভালো কিছু করার। আমার মানসিকতাও সেরকম। ইতিমধ্যে ইনজুরি থেকে সেরে উঠেছি। এখন পূর্ণ ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। বিশ্বকাপে প্রথমবার খেলতে যাচ্ছি। এ নিয়ে রোমাঞ্চিত ও শিহরিত আমি।

মোস্তাফিজ ছাড়া আরো ৬ ক্রিকেটার এবার প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এ তালিকায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। ক্রিকেটের সর্বোচ্চ আসরে সেরাটা দিতে সবাই দৃঢ়প্রতিজ্ঞ।

পিবিএ/এমএস

আরও পড়ুন...