পিবিএ,বেনাপোল: ভারতে দোল উৎসবের ছুটি থাকায় বৃহস্পতিবার (২১ মার্চ) সে দেশের পেট্রাপোল স্থলবন্দর ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এদিন বাংলাদেশে কোনো ছুটি না থাকায় বেনাপোল বন্দরের অভ্যন্তরে আমদানি পণ্য খালাস ও পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও এদিন সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আসাদ রহমান বলেন, ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে মৌখিকভাবে জানা গেছে, ওপারের ট্রাকচালকরা দোল উৎসব উপলক্ষে পণ্য পরিবহন করবেন না। এতে সকাল থেকে এ পথে বাণিজ্য বন্ধ রয়েছে। তবে শনিবার (২৩ মার্চ) সকাল থেকে বাণিজ্য স্বাভাবিক হবে ।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের পরিচালক প্রোদোষ কান্তি দাস পিবিএ’কে বলেন, দোলে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর খোলা আছে। এপারের ব্যবসায়ীরা ইচ্ছা করলে পণ্য খালাস নিতে পারবেন।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার পিবিএ’কে বলেন, সকাল থেকে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। বরং অন্য দিনগুলোর তুলনায় বেশি ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে, দোল উৎসব ঘিরে ওপারে যাচ্ছে সীমান্ত লাগোয়া এলাকার অনেকে মানুষ।
পিবিএ/এসইউ/হক