পিবিএ,জামালপুর: জামালপুরে সাব রেজিষ্ট্রার অফিসে জাল দলিলের তথ্য সংগ্রহকালে কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজু’র উপর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা করেছে জামালপুর জেলা প্রেসক্লাব।
সোমবার সকালে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক উৎপল কান্তিধর, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাংবাদিক ইউসুফ আলী, মুকুল রানা, এম. সুলতান আলম, শাহ্ জামাল, ফজলে এলাহী মাকাম, এবিএম আমিনুল ইসলাম লিটন, তানভীর আজাদ মামুন, আনোয়ারুল ইসলাম মিলন, জাহিদ আনোয়ার, কাওসার আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কালের কন্ঠ সাংবাদিক মোস্তফা মনজু জাল দলিলের তথ্য সংগ্রহ করতে গিয়ে দলিল লেখকদের হামলার শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মোস্তফা মনজুর উপর হামলাকারীদের বিরুদ্ধে আদালতের জারীকৃত গ্রেফতারী পরোয়ানা দ্রুত কার্যকরের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই জামালপুর সাব-রেজিষ্ট্রার অফিসে জাল দলিলসহ নানা অনিয়ম-দুর্নীতি চলে আসছে। ২৮ মে জামালপুর সাব রেজেষ্ট্রি অফিসে জাল দলিল হচ্ছে এমন তথ্য পেয়ে সাব-রেজিষ্ট্রার অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দলিল লেখকদের হামলার শিকার হন কালের কন্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু। এ ঘটনায় ওইদিন রাতেই জামালপুর সদর থানায় একটি মামলা হয়। দুইদিন পর আদালত থেকে অস্থায়ী জামিন নেয় হাসানুজ্জামান খান রুনুসহ ৯ আসামী। জামিন পেয়ে সাংবাদিকদের হুমকি দিলে ৪৮জন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় জিডি করে। ৯ জুন আসামীদের জামিন বাতিল করে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।
পিবিএ/এমআর/হক