পিবিএ,ঢাকা: ঢাকার দোহারে কোস্ট গার্ড এর অভিযানে আনুমানিক ৫০০ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৩ ডিসেম্বর আনুমানিক রাত ২২০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক লেঃ শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে দোহার চরবিলাসপুর, খাজা বাজার এবং আলম বাজার রাধানগর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ টি জাল তৈরির কারখানা এবং ৭ টি গোডাউন থেকে আনুমানিক ১০ লক্ষ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫০০ কোটি টাকা। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান দোহার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. লুৎফর নেহার।
তিনি আরও বলেন, পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।