ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় তিন ঘণ্টা পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে কুয়াশা কেটে গেলে আজ সকাল সোয়া ৯টার দিকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। চলাচল করছে অন্য নৌযান–ও।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী।
বিআইডব্লিউটিসি ও সংশ্লিষ্ট ঘাট সূত্রে জানা গেছে, আজ ভোর থেকে নদী অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে সামান্য দূরেও দেখা যাচ্ছিল না। এর ফলে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে ভোরের দিকেও কোনো ফেরি ছেড়ে যায়নি। এ কারণে মাঝনদীতে কোনো ফেরি আটকাও পড়েনি।
এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত কুয়াশা না কমায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠতে শুরু করলে কুয়াশা কেটে গেছে। এতে করে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে কুয়াশার কারণে ফেরি বন্ধ হয়ে পাটুরিয়া প্রান্তে পাঁচটি এবং দৌলতদিয়া প্রান্তে ছয়টি ফেরি নোঙর করে অপেক্ষা করছিল জানিয়ে বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা জানান, কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা এবং পাবনার কাজিরহাট নৌরুটেও ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে যাত্রীবাহী ও পণ্যবাহী সামান্য কিছু গাড়ি ছাড়া কোনো ঘাটেই পারাপারের জন্য যানবাহনের তেমন চাপ নেই।