দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি

পিবিএ,ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ মঙ্গলবার দেওয়া হচ্ছে, ৮ আগস্টের টিকিট। একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।

এদিন, সকাল ৯টায় নির্ধারিত সময়েই রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে এ টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আগাম টিকিট বিক্রির অংশ হিসেবে ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে।

ঈদুল ফিতরের মতো এবারও রাজধানীর পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...