পিবিএ ডেস্ক:আমেরিকান জায়েন্ট অনলাইন কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তারা আরেকটি সদর দপ্তর করবে।
ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ওয়াসিংটনে মনোরোম পরিবেশে তাদের সদর দপ্তরে যায়গা সঙ্কুলান না হবার কারণেই তারা আরেকটি সদর দপ্তর করার ঘোষণা দিয়েছে।
৫১ মিলিয়ন ডলার বাজেটে হবে এই নতুন সদর দপ্তর। আমাজন চাচ্ছে প্রায় ৫০ হাজার সব সময়ের শ্রমিক তার কোম্পনিতে নিয়োগ চায়। আরলিংটন লংআইল্যান্ড সিটিতে প্রস্তাব করা হয়েছে এই সদর দপ্তরের।
আমাজন এর মধ্যে দুনিয়ায় প্রথম ট্রিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে। সেফ বেজোস চান ব্যবসাকে প্রসারিত করতে।
আমাজনের উর্ধতন কর্মকর্তারা এর মধ্যেই ঢাকা ঘুরে গেছেন। বাংলাদেশের সাথে ব্যবসা করতে চায় তারা।
সেম ডে ডেলিভারির জন্য ব্যাপক সাড়া পেয়েছে আমাজন। এতে করে তারা গ্রাহকে আস্থা ফিরে পেয়েছেন।
পিবিএ: আইএইচ