পিবিএ,কুষ্টিয়া: সাপ্তাহিক দ্রোহ আজ ১৮ তে পা রাখলো। ১৭ বছর আগে খোকসা থেকে সর্বপ্রথম এবং একমাত্র সংবাদপত্র হিসেবে নিজেকে প্রকাশ করে সত্য সন্ধানী সাপ্তাহিক দ্রোহ। হাটি হাটি পা পা করে শিশু দ্রোহ আজ যুবক, দ্রোহ আজ অষ্টাদশী।
মঙ্গলবার (১১ আগস্ট) সাপ্তাহিক দ্রোহের দেড়যুগ পূর্তি উপলক্ষ্যে সংবাদপত্রের প্রধান কার্য্যলয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে এক উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন ফিতা কেটে দেড়যুগ পূর্তির বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন এবং অনলাইনের বাটন টিপে ই-পেপারের আনুষ্ঠানিক সম্প্রচার করেন।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন বলেন, খোকসার সাংবাদিকতা একটা মডেল , এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে এ থানা শহরের সকল সাংবাদিককে সৎ,নিষ্টাবান এবং সত্য প্রকাশে আপোষহীন হতে হবে। তিনি আরও বলেন, একটি মফস্বল শহর থেকে প্রকাশিত সংবাদপত্র দেড়যুগে যাত্রা শুরু করেছে। এটা আমাকে প্রচন্ডভাবে আন্দোলিত করেছে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। নিজেদেরকে আরও স্বচ্ছ হয়ে সমাজের দর্পণ স্বরুপ কাজ করার আহবান জানান তিনি। দ্রোহ পত্রিকার সম্পাদকসহ সকলকে তিনি শুভকামনা জানান।
অফিসার ইনচার্জ জহুরুল আলম বলেন, বিজ্ঞানমনষ্ক আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখেই সাপ্তাহিক দ্রোহ জনমানুষের কল্যাণে প্রকাশনা অব্যাহত রেখেছে। পত্রিকাটির দেড়যুগের এই শুভতিথিতে তিনি দ্রোহ পরিবারের সকলকে শুভকামনা জানান।
দ্রোহের সম্পাদক তমা মুন্সীর সভাপতিত্বে এ উৎসবে আরও বক্তব্য রাখেন দ্রোহের স্বপ্নদ্রষ্ঠা আব্দুস সালাম খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ কমান্ডার ফজলুল হক, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীন এবং সমাপনী বক্তব্য রাখেন “দ্রোহের” ব্যবস্থাপনা সম্পাদক তাজবির আহম্মেদ রাজা।
এ উৎসবে আরও উপস্থিত ছিলেন, দ্রোহের সাব এডিটর সঞ্জয় বিশ্বাস, সাব এডিটর ফাহিম শাওন, চিফ রিপোর্টার মাধুরী মুন্সী, স্টাপ রিপোর্টার সুমন বিশ্বাস, স্টাপ রিপোর্টার নাজমুল হাসান, স্টাপ রিপোর্টার আরিফুল ইসলাম, প্রেস ক্লাবের সহ সভাপতি রঞ্জন ভৌমিক, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মাসুদ, সজীব খান, স্টাফ রিপোর্টার হুমায়ুন কবীর, স্থানীয় সাংবাদিক ডালিম,মিলন খান, আকরাম হোসেন, লেখক শেখ আব্দুল মান্নানসহ, স্থানীয় ইল্কেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পিবিএ/ফাহিম শাওন/এসডি