আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মাত্র তিন দিন আগের ঘটনা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নিয়ে ছেলে-খেলা করেছিল দক্ষিণ আফ্রিকা। এবারো একই মাঠ, একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আজ ওয়াংখেড়ে মাঠে বিধ্বংসী মেজাজে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

ওয়ানডে সংস্করণের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ২৪টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুদল। প্রোটিয়াদের ১৮ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৬টি ম্যাচ।

চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতেই তাদেরককে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া ২০০৭ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ইতিহাস রয়েছে টাইগারদের। এবারের বিশ্বকাপেও পুনরাবৃত্তির ঘটাতে চাইবে সাকিবরা।

আজকের ম্যাচটা অনেকটা বাঁচা মরার লড়াই। আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে অধিনায়ক সাকিব আল হাসান একাদশে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে ইনজুরি থেকে সেরে না ওঠায় খেলবেন না পেসার তাসকিন আহমেদ।

সেক্ষেত্রে ওপেনিংয়ে লিটন-তামিমই যে এই ম্যাচে ওপেন করবেন তা বলাই যায়। ৩ নম্বরে খেলবেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডার থেকে জায়গা হারাতে পারেন মেহেদী হাসান মিরাজ। সেক্ষেত্রে চার নম্বর ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে দেখা যাবে একাদশে। পাশাপাশি ৫ নম্বর থেকে নিচে নামিয়ে দেওয়া হতে পারে হৃদয়কে।

গত দুই ম্যাচে দারুন করা মাহমুদউল্লাহ রিয়াদই হতে পারেন এই জায়গায় মিডেল অর্ডারের ভরসা। ৬ নম্বরে নিজের জায়গা ঠিক থাকবে অভিজ্ঞ মুশফিকের, হৃদয়কে ৫ নম্বরে না নামালে ৭ নম্বরে খেলানো হতে পারে।আর টপ ওয়ার্ডার থেকে ডিমোশন হয়ে আবারো নিজের জায়গা অর্থাৎ ৮ নম্বরে খেলতে পারেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব/শেখ মাহেদী, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন...