ধরমশালার স্টেডিয়াম থেকে সরল পাকিস্তানের ১৩ ক্রিকেটারদের ছবি

পাকিস্তানি ক্রিকেটার

পিবিএ, স্পোর্টস ডেস্ক: সিসিআই, মোহালির পর এ বার সেই তালিকায় নাম লিখিয়ে ফেলল হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনও। ধরমশালার এই ক্রিকেট স্টেডিয়াম থেকে সরিয়ে ফেলা হল ১৩টি পাকিস্তান ক্রিকেটারদের ছবি।
সেই তালিকায় ছিলেন ইমরান খান থেকে ওয়াসিম আক্রমসহ আরো অনেকে। মঙ্গলবার অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়, ‘‘পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর আক্রমণের প্রতিবাদে আমরা স্টেডিয়াম থেকে পাকিস্তানি প্লেয়ারদের সব ছবি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিই।” এইচপিসিএ স্টেডিয়ামের ম্যানেজার এইচএস মানহাস সাংবাদিকদের এই তথ্য জানান।

ইমরান খান ও ওয়াসিম আক্রম ছাড়াও ১৩টি ছবির মধ্যে ছিলেন শাহীদ আফ্রিদি, শোয়েব আখতার ও জাভেদ মিয়াদাঁদের ছবি।
পাকিস্তান বনাম বোর্ড প্রেসিডেন্ট একাদশের সঙ্গে ম্যাচ দিয়ে ২০০৫ সালে উদ্বোধন হয়েছিল এই স্টেডিয়ামের। সেটি একটি ওয়ার্মআপ ম্যাচ ছিল। হিমাচল প্রদেশের রাজধানী শিমলা থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত ধরমশালায় রয়েছে এই স্টেডিয়াম। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে তার পর থেকে একাধিক আন্তর্জাতিক ম্যাচ হয়েছে।

কর্তারা জানিয়েছেন, বেশিরভাগ ছবিই ছিল সেই ওয়ার্মআপ ম্যাচের। ভারতের সঙ্গে খেলতে নামার আগে খেলেছিল পাকিস্তান।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় শহীদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটাররা শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
পিবিএ/বা.খ

আরও পড়ুন...