পিবিএ ডেস্ক : অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ‘স্পাইডারম্যান।’ রবি নামে ২৩ বছরের কুখ্যাত চোরকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। রাজধানীতে রবির বিরুদ্ধে অন্তত ৮টি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছেন, মানসরোবর ও কীর্তিনগর এলাকায় জলের পাইপ বেয়ে বহুতলের তিন-চার তলায় উঠে পড়ত রবি। ব্যালকনি নিয়ে ঘরে ঢুকে টাকা, গয়না ও মূল্যবান জিনিসপত্র পকেটে পুরে ফের পাইপ বেয়েই নেমে পালাত সে।
পশ্চিম দিল্লির ডেপুটি কমিশনার মণিকা ভরদ্বাজ জানিয়েছেন, মোডাস অপারেন্ডির কারণেই স্পাইডারম্যান নামে ডাকা হয় রবিকে। সে যখনই চুরি করতে যেত, তখন তার পরণে থাকত একটি লাল গেঞ্জি বা জার্সি। জেরায় রবি জানিয়েছে, ভোরবেলা পুলিশ পেট্রোলিং শেষ হওয়ার জন্য সে অপেক্ষা করত। পুলিশের গাড়ি বেরিয়ে যাওয়ার পরই সে শুরু করত তার অপারেশন। পুলিশকে রবি জানিয়েছে, জুয়া খেলার টাকা জোগার করতেই সে চুরি করত।
পিবিএ/জিজি