পিবিএ,বিনোদন : ধর্মের নামে ভোট চাওয়ার তুমুল সমালোচনা করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ও তৃণমূলের বিদায়ী সাংসদ দেব। মঙ্গলবার পশ্চিমবঙ্গের কাটোয়ার দাঁইহাট স্কুল মাঠে বর্ধমান পূর্ব কেন্দ্রের দলীয় প্রার্থী সুনীল কুমার মণ্ডলের সমর্থনে জনসভায় দেব বলেন, এখনকার রাজনীতি একদম আলাদা। আজকের রাজনীতি হয়ে গেছে আপনারা যদি ভোট দেন তাহলে রাম মন্দির হবে, আপনারা হিন্দু, তাহলে এই দলকে ভোট দেবেন। আর আপনারা মুসলিম, তাহলে ওই দলটা আপনাদের।
এভাবে ধর্মের নামে ভারতবাসীকে বিভক্ত করা হয়েছে। এই ধর্মের রাজনীতিকে তুলে ফেলে দিন। সরাসরি নাম না নিয়ে ক্ষমতাসীন বিজেপির কঠোর সমালোচনা করেন জনপ্রিয় এ নায়ক বলেন, আজকের রাজনীতি হয়ে গেছে মহাকাশটা সুরক্ষিত থাকবে, সেনারা আমাদের, তার জন্য ভোটটা দিন। কিন্তু গরিব মানুষকে নিয়ে তারা ভাবছে না। এখন ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে।
পিবিএ/এমএস