মহান আল্লাহ তায়ালা এবং মহানবি হজরত মুহাম্মদসহ (সা.) অন্য ধর্মীয় অবতারদের অবমাননায় সর্বোচ্চ শাস্তি এবং জামিন অযোগ্য অপরাধ অভিহিত করে আইন প্রণয়নের মতামত দিয়েছেন হাইকোর্ট।
মহান আল্লাহ তায়ালা, মহানবী হজরত মোহাম্মাদ সা., ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তি তথা ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।
মহানবীকে সা.-কে নিয়ে অবমাননাকর মন্তব্য নিয়ে কুষ্টিয়ার একজনের জামিন আবেদনের বিষয়ে জারি করা রুলের শুনানিতে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।