
মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ মাগুরার শিশু আছিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় তারা ‘আমার বোন ধর্ষিত কেন- স্বরাষ্ট্র উপদেষ্টা জবাব চাই’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই – ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’-সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজ গেটের সামনে মানববন্ধনে মিলিত হয়।
এসময় বক্তারা বলেন, দেশে একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। কুমিল্লার তনু থেকে শুরু করে আজকে আছিয়ার ধর্ষণ, কিন্তু আমরা অপরাধীদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাইনি। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষকের পরিপূর্ণ শাস্তি কার্যকর করতে পারেনি। এটা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। আমরা সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি ধর্ষকের শাস্তি দিতে না পারেন তাহলে তাদের জনগণের হাতে ছেড়ে দিন। তারা মা-বোনের ধর্ষকের শাস্তি নিশ্চিত করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা বলেন, শুধু ধর্ষণ, নারী নিপীড়নই নয় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তারপরও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না।শিক্ষার্থীরা এসময় তাদের বক্তৃতায় বিচারহীনতার সংস্কৃতির অবসান ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবির জানান।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী সাগর আহমেদ, কেয়া সরকার, মেজবাহুল হক মেজবা, প্লাবনী সরকার, মোজাহিদ হোসেন মিথুন, আউয়াল সরকার রাব্বি প্রমুখ।