
মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): মাগুড়া জেলার আলোচিত শিশু আছিয়াকে ধর্ষণসহ সারা দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে পাঁচবিবি পাঁচমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়া মানববন্ধনে সাধারণ মানুষ ও গৃহবধূগণও অংশগ্রহণ করেন ।
ধর্ষকের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, জেগেছে রে জেগেছে বাঘিনীরা জেগেছে, ধর্ষকের শাস্তি মৃত্যু মৃত্যু শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে শতাধিক ছাত্রছাত্রী, নারী ও পুরুষের অংশগ্রহণে প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আল আমিন ফকির, ছাত্র প্রতিনিধি আজিজুল হক তপু, নাহিদ হোসেন, ফারজানা, গুলশান আরা গালিন, নারী উদ্যোক্তা হীরা ও ইব্রাহিম সহ অনেকে। শেষে মানববন্ধনে অংশ গ্রহণকারীরা ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করেন।